ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে কোয়ারেন্টিন শেষে আরও ১৮৯ জনকে ছাড়পত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
সিলেটে কোয়ারেন্টিন শেষে আরও ১৮৯ জনকে ছাড়পত্র

সিলেট: সিলেটে করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে থাকা আরও ১৮৯ জন ছাড়পত্র দেওয়া হয়েছে। সেইসঙ্গে নতুন করে আরও ১৯ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ডা. আনিসুর রহমান বলেন, শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না পাওয়ায় হোম কোয়ারেন্টিনে থাকা সিলেটে ৫৯, সুনামগঞ্জে ৪২, হবিগঞ্জে ৫১ এবং মৌলৈভীবাজারে ৪০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, গত ১০ মার্চ থেকে এখন পর‌্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা ২ হাজার ৩৬১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এরমধ্যে সিলেটে ৬৮১, সুনামগঞ্জে ৪৮১, হবিগঞ্জে ৬২০ এবং মৌলভীবাজারে ৫২৯ জন। এছাড়া ২২ জন হাসপাতালের আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফিরেছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে ১২জনকে হোম কোয়ারেন্টিনের নেওয়া হয়েছে। তবে সিলেট ও হবিগঞ্জে নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনে আনা হয়নি। এ নিয়ে এখনও হোম কোয়ারেন্টিনে আছেন ৭৪৬ জন। এরমধ্যে সিলেটে ২৪৭, সুনামগঞ্জে ১৪৮, হবিগঞ্জে ২২৯ এবং মৌলভীবাজারে ১২২ জন।

এরআগে বুধবার (১ এপ্রিল) ৩৭৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।