ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সামাজিক দূরত্বের কার্যক্রম অব্যাহত রাখতে বললেন আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
সামাজিক দূরত্বের কার্যক্রম অব্যাহত রাখতে বললেন আইজিপি

ঢাকা: সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন বাস্তবায়নে পুলিশের কার্যক্রমের সফলতার ধারা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন অনুরোধ জানান।

আইজিপি বলেন, করোনার বিস্তার রোধে পুলিশের প্রত্যেক সদস্য যেভাবে দেশ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, আইজিপি হিসেবে তাতে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি।

পুলিশের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

‘জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি নিজের, অধীনস্ত সদস্য, সহকর্মী ও পরিবারের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে প্রত্যেককে। পাশাপাশি, সাধারণ মানুষকে বিশেষ পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে, যেন কোনোভাবেই জনসমাগমের সুযোগ সৃষ্টি না হয়। ’

একইসঙ্গে, সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন বাস্তবায়নে পুলিশের কার্যক্রমের বর্তমান সফলতার ধারা অব্যাহত রাখতে সবাইকে অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।