ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে জনসমাগম-সামাজিক দূরত্ব না মানায় জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
বরিশালে জনসমাগম-সামাজিক দূরত্ব না মানায় জরিমানা

বরিশাল: বরিশালে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নগরজুড়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে নগরের নথুল্লাবাদ এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

অভিযানে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে যাত্রী পরিবহন করার অপরাধে চালক নাইম রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

 

অপরদিকে নগরের নতুনবাজার ও হাসপাতাল রোড এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে পপুলার সু হাউজকে তিন হাজার টাকা ও অন্য একটি দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।