ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
শিবচরে বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মাদারীপুর: করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মাদারীপুর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৫৫টি বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে বেদে সম্প্রদায়ের ঘরে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, উপজেলার মাদবরেরচর এলাকায় বসবাসরত ৫৫টি বেদে পরিবারকে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ২ কেজি আলু, ২ কেজি আটা ও ২টি করে সাবান দেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান ও নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, আমরা উপজেলার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে আসছি। করোনা পরিস্থিতিতে গত সপ্তাহ থেকেই আমাদের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী চলছে। এখানে ৫৫টি বেদে পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হলো। আগামীতে বরাদ্দ আরও বাড়ানো হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ, মাদবরেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, মাদবরেরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. হালীম রাঢ়ি, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মুন্সী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান প্রমুখ।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে গত ১৩ দিন ধরে শিবচরের ৪টি এলাকায় প্রায় ৭৮ হাজার মানুষ নজরদারিতে রয়েছে। শিবচর পৌর বাজারসহ ঝুঁকিপূর্ণ ২টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নের দুই গ্রাম পুলিশ পাহাড়ায় রেখে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। উপজেলার প্রতিটি এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব দোকান বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।