ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসহায়-দুস্থদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের খাদ্য সহায়তা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
অসহায়-দুস্থদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের খাদ্য সহায়তা  

বরিশাল: করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকা কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে দরিদ্রদের ঘরে ঘরে তারা খাদ্য সহায়তা পৌঁছে দেবে ।  

প্রথম দিন বিতরণের জন্য মেট্রোপলিটনের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে ত্রাণের প্যাকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

এ সময় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চার থানার ওসিরা সংশ্লিষ্ট থানা এলাকার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ খাদ্য সহায়তা বিতরণ করবেন।  প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল ও একটি করে সাবান রয়েছে।

করোনা সংক্রমণ এড়াতে মানুষকে নিজ নিজ ঘরে রাখার জন্য কর্মহীন জনগণের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad