ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও: ভারতে অনুপ্রবেশ করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়নাল আবেদিন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) ভোরে চোষপাড়া সীমান্তের এস ৩৭৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

জয়নাল আবেদিন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, জয়নাল বিয়ে করেছেন ভারতের পানজিপাড়ায়। চোচপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন তিনি। বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় টের পেয়ে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ জয়নালের মরদেহ নিয়ে যায়।

ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদ বলেন, সীমান্তে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।