ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা নয় অভাব তাড়িয়ে মারছে শিন্দি বেগমকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
করোনা নয় অভাব তাড়িয়ে মারছে শিন্দি বেগমকে

ব্রাহ্মণবাড়িয়া: করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারে এক বৃদ্ধা শিন্দি বেগম। সরকারের নির্দেশনায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েন দিনমজুর ছেলে রাসেল।

দিন এনে দিনে খাওয়া রাসেল গত ছয়দিন ধরে কোনো কাজকর্ম না করতে পেরে দু’মুঠো খাবার যোগাতে বেগ পেতে হচ্ছে তাকে। এমন দুর্দিনে কারো কাছে সহযোগিতা পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন রাসেলের মা শিন্দি বেগম।

তিনি বাংলানিউজকে বলেন, করোনা মারার আগেই পেটের ক্ষুধা আমাদের তাড়িয়ে মারছে।  

বুধবার (০১ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া এলাকায় প্রবাসী আব্দুল জাকির সরকারের কাছ থেকে ত্রাণ সহযোগিতা পাওয়ার পর এভাবে কষ্টের কথাগুলো জানাচ্ছিলেন বৃদ্ধা শিন্দি বেগম।

ত্রাণ সহযোগিতা

শিন্দি বেগমের মতো মাজেদা, খালেদা, সৈকত আলীসহ আরও এমন ৩০০ পরিবারের মধ্যে আব্দুল জাকির ত্রাণ সহায়তা দেন।

বিকেলে আব্দুল জাকিরের বাড়ির সামনে সামাজিক দূরুত্ব বজায় রেখে ৩ ফুট দূরত্বে বৃত্তের ভেতর দাঁড়িয়ে থাকা প্রতিজনকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ডাল ১ কেজি, সাবান ১টি, ১ লিটার তেল, পেঁয়াজ ২ কেজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়া হয়।  

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নাালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, আব্দুল হক সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইশতিয়াক আহমেদ দুলাল, আতিকুর রহমান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।