ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে মধু সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
সুন্দরবনে মধু সংগ্রহ শুরু

সাতক্ষীরা: করোনা পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকতা ছাড়াই সুন্দরবনে মধু সংগ্রহ শুরু হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসে মৌয়ালদের হাতে পাস (অনুমতি পত্র) উঠিয়ে দেওয়ার মাধ্যমে চলতি বছরের মধু সংগ্রহ অভিযান শুরু হয়।

বনবিভাগ সূত্র জানায়, আগামী ১৫ জুন পর্যন্ত আড়াই মাস মৌয়ালরা সুন্দরবন থেকে মধু সংগ্রহের সুযোগ পাবে।

এ বছর ১৫শ কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কুইন্টাল মধুর রাজস্ব ৭৫০ টাকা ও মোমের রাজস্ব ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি নৌকায় ৫ থেকে ১০ জন করে মৌয়াল বনে যাওয়ার সুযোগ পাবে। তারা একাধারে ১৫ দিন পর্যন্ত বনে থাকতে পারবেন।

সূত্র মতে, প্রথম দিনে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনিসহ চারটি স্টেশন থেকে ১৪১টি দল পাস সংগ্রহ করেছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, আবহাওয়া ভাল থাকায় চলতি বছর লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌয়ালদের নিরাপত্তার জন্য বনকর্মীরা সজাগ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।