ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মার্কিন নাগরিকদের জন্য আরও একটি বিশেষ ফ্লাইট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
মার্কিন নাগরিকদের জন্য আরও একটি বিশেষ ফ্লাইট

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দ্বিতীয় দফায় আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এক বার্তায় দূতাবাস জানায়, বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক যারা ফিরে যেতে আগ্রহী, তাদের বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮ টার মধ্যে দূতাবাসে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিমান চলাচল বন্ধ থাকায় এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬৯ জন নাগরিক গত ৩০ মার্চ সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ প্লেনে ঢাকা ত্যাগ করেন। এবার দ্বিতীয় দফায় আরও একটি ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ সরকার ও ঢাকার মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনায় নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।