ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: সেবা বন্ধ করেছে রিয়াদ দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
করোনা: সেবা বন্ধ করেছে রিয়াদ দূতাবাস

ঢাকা: করোনা ভাইরাসের কারণে রিয়াদের বাংলাদেশ দূতাবাস সব প্রকার সেবা বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর‌্যন্ত এ সেবা  বন্ধ থাকবে বলেও জানিয়েছে দূতাবাস।

বুধবার (১ এপ্রিল) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস বিস্তারের কারণে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর‌্যন্ত বাংলাদেশ দূতাবাসের সব সেবা বন্ধ থাকবে।

তবে সেবা বন্ধ থাকলেও দূতাবাসের নিয়ন্ত্রণ কক্ষ রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর‌্যন্ত খোলা থাকবে। জরুরি প্রয়োজনে এ সময়ের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।