ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘাটাইলে ৪ চাতাল মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
ঘাটাইলে ৪ চাতাল মালিককে জরিমানা

টাঙ্গাইল: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এই সুযোগে কিছু চাতাল মিলের মালিকরা চালের দাম বাড়িয়ে বাজারে বেশি দামে তা বিক্রি করছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) টাঙ্গাইলের ঘাটাইলে চারটি চাতাল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার রায় চালের দাম বাড়ানোর কারণে চারটি চাতাল মিলারকে প্রতি মিলে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল র‌্যাব-১২ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার আবু নাঈম মো. তালাত।

ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার রায় বাংলানিউজকে জানান, চালের দাম বাড়ানোর কারণে সৌরফ অটো রাইচ মিল, শুভেচ্ছা অ্যাগ্রো রাইচ মিল, পপুলার ও মেসার্স বাংলা অ্যাগ্রো অটো রাইচ মিলকে প্রত্যেকটিতে এক লাখ করে মোট চার লাখ টাকা জরিমান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।