ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশাশুনিতে ২৬ বস্তা চালসহ ডিলার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
আশাশুনিতে ২৬ বস্তা চালসহ ডিলার আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে সরকারি চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করার অভিযোগে ২৬ বস্তা চালসহ মুজিবর সানা নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। মুজিবর উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়দল গ্রামের শাহাজাহান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ি থেকে ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। যার পরিমাণ ১২৭০ কেজি। পরে শাহাজাহানের দেওয়া তথ্যমতে চালের মালিক বড়দল ইউনিয়নের ডিলার ও বড়দল গ্রামের বাসিন্দা মুজিবর সানাকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে চালগুলো মজুদ রাখা হয়েছে বলে স্বীকার করে মুজিবর সানা। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad