ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
 

​বুধবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ওই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।



কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের টিনশেড ভবনে আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে কারখানার সরঞ্জাম ও সুতা পুড়ে যায়। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে তদন্তের পর বলা যাবে।

** গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।