bangla news

নবাবগঞ্জে স্বল্প আয়ের মানুষের পাশে ফজলুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০১ ৫:২৫:১৪ এএম
খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নবাবগঞ্জ (ঢাকা): করোনা ভাইরাসের দুর্যোগ মুহূর্তে নিজস্ব অর্থায়নে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী মানুষের কল্যাণে খাদ্যসমাগ্রী পাঠালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যিক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

ফজলুর রহমান ফাউন্ডেশন (এফআরএফ) এর উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে পঁচিশ জনের তালিকা করে তিনহাজার একশ আটান্ন জন মানুষের হাতে এ খাদ্যসামগ্রী ইউপি চেয়ারম্যানদের পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কমৃকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল।

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০

আরএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-01 05:25:14