ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুজব ছড়ানোয় রাজশাহীতে ২৩ জনের জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
গুজব ছড়ানোয় রাজশাহীতে ২৩ জনের জরিমানা

রাজশাহী: রাজশাহীতে গুজব ছড়ানোয় ২৩ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মঙ্গলবার (৩১ মাচ) দিনব্যাপী এ অভিযান চলে। এতে ২৩ জনের কাছ থেকে মোট ৪২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রাজশাহী জেলা প্রশাসকের দপ্তর থেকে মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, সংক্রমণ রোগ প্রতিরোধ আইন ২০১৮ এর ধারা অনুযায়ী জেলার পুঠিয়ায় একজনের কাছ থেকে ১০ হাজার টাকা এবং গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২২ জনের কাছ থেকে ৩২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম জানান, জরিমানা প্রদানকারী ব্যক্তিরা করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছিলেন।

এ নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, এপ্রিল০১, ২০২০
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।