ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মারা গেলেন করোনা সন্দেহে ঢাকায় পাঠানো সেই ব্যক্তি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
মারা গেলেন করোনা সন্দেহে ঢাকায় পাঠানো সেই ব্যক্তি 

রাজবাড়ী: করোনা সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে ঢাকায় পাঠানো সেই ব্যক্তি (৬০) মারা গেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি রাজবাড়ীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম।  

তিনি জানান, মঙ্গলবার সকালে আক্কাস সরদার নামে এক ব্যক্তি শ্বাসকষ্ট, ঠাণ্ডা, জ্বর, কাশি নিয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। হাসপাতাল থেকে পরীক্ষা ও সার্বিক পর্যবেক্ষণ শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অন্যত্র চিকিৎসা নেওয়ার জন্য তাকে ফেরত পাঠায়। পরে রাজবাড়ীতে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়।

এর আগে করোনা সন্দেহে পাংশা থেকে একজন ও সদরের শিক্ষা অফিসের এক কর্মকতাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় পরীক্ষা শেষে তারা কেউ করোনায় আক্রান্ত নয় বলে রিপোর্টে জানা যায়।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।