ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় সচেতনতামূলক ভিডিও প্রচার-খাদ্য বিতরণ সেনাবাহিনীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
কুমিল্লায় সচেতনতামূলক ভিডিও প্রচার-খাদ্য বিতরণ সেনাবাহিনীর

কুমিল্লা: করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লা নগরীতে সচেতনতামূলক ভিডিও বড় এলইডি টিভিতে প্রচার করছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর পূবালী চত্বর এলাকায় এলইডি টিভিতে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা সম্বলিত ভিডিও প্রচার শুরু হয়।

পরে দুপুরে নগরীর কাশারীপট্টি, বজ্রপুর, পুরাতন মৌলভীপাড়া এলাকায় সঠিকভাবে হোম কোয়ারেন্টিনে থাকা বেশ কয়েকজন প্রবাসীর বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় তাদের বিষয়ে আশপাশের মানুষের কাছ থেকে তথ্য নেন কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম।


এছাড়া নগরীজুড়ে টহল, সচেতনতামূলক লিফলেট, হ্যান্ড মাইকিং, নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ফার্মেসি, দোকানের সামনে রং দিয়ে রাস্তায় মার্ক করে দিচ্ছেন।

কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম বলেন, আমরা ডিজিটাল ভিডিও প্রচারণা শুরু করেছি তাদের জন্য যারা অতি প্রয়োজনে বাড়ির বাইরে যাচ্ছেন। তারা কাজের ফাঁকে রাস্তায় এ প্রচারণা দেখে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় দিক নির্দেশনা পাবে। তবে সবাই বাড়িতে থাকার চেষ্টা করবেন, এটাই পারে কুমিল্লাকে করোনামুক্ত রাখতে।

এছাড়া সঠিকভাবে যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন এমন কয়েকজনের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা
বলেছি এবং খাদ্যসামগ্রী (১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ ও তাজা সবজি যেমন লাউ, কুমড়া, ফুলকপি) তাদের পরিবারের হাতে তুলে দিয়েছি।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।