ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: যশোরে ১ হাজার দরিদ্র পরিবারের পাশে রামকৃষ্ণ মিশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
করোনা: যশোরে ১ হাজার দরিদ্র পরিবারের পাশে রামকৃষ্ণ মিশন যশোরে রামকৃষ্ণ মিশনের খাদ্য সামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

যশোর: করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন এক হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে রামকৃষ্ণ মিশন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে যশোর রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।  

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ, স্বামী আত্মবিভানন্দ মহারাজ, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি প্রণব দাস প্রমুখ।

এ সময় প্রত্যেক পরিবারের মধ্যে ৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ ও একটি সাবান বিতরণ করা হয়।

যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ বাংলানিউজকে বলেন, করোনা সংক্রামণ প্রতিরোধে দেশে জনচলাচল নিয়ন্ত্রিত হওয়ায় দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথমে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এক হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করব। তবে, আমরা বিতরণে জনসঙ্গম এড়াতে প্রতি এক ঘন্টা পরপর ১০ জনকে বিতরণ করছি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
ইউজি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।