মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে কয়েক দফায় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূইশ্বর গ্রামে পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নাসির উদ্দিনের ভাই শাহাবুদ্দিনের বাড়িতে জমা ময়লা পানি নিস্কাশনের জন্য ড্রেন কাটতে গেলে বাধা দেন বর্তমান ইউপি সদস্য মলাই মিয়া।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহদাত হোসেন বাংলানিউজকে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এসআরএস