ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে ঘরে থাকার আহ্বান ডিসির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে ঘরে থাকার আহ্বান ডিসির

নারায়ণগঞ্জ: দেশে চলমান করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় যারা কর্মহীন মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন। এ সংকটকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (৩১ মার্চ) বাংলানিউজের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।  

ডিসি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মহীন, হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে কাজ করছে জেলা প্রশাসন।

মানুষকে ঘরে থাকতে বিশেষভাবে অনুরোধ করে সচেতনতা, মাইকিং অব্যাহত রয়েছে।  

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা জানান, ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব নিয়ে কাজ করছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও মানুষকে ধরে রাখার পাশাপাশি হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রতিটি এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন তারা। আমাদের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা জেগে থাকে। প্রথম দিকে কন্ট্রোল রুমে জ্বরঠাণ্ডা সংক্রান্ত অনেক কল আসতে থাকলেও বর্তমানে এ ধরনের কল একেবারেই কম। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।   

‘অভিযানের পাশাপাশি ঘরে ঘরে খাদ্য পৌঁছানো নিশ্চিত করতেও ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। খাদ্যসামগ্রীর কোনো  সংকট নেই, আমরা হতদরিদ্র পরিবারগুলোতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিতে কাজ করছি। ’

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।