ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রমিকদের বাড়িভাড়া বিবেচনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
শ্রমিকদের বাড়িভাড়া বিবেচনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতিতে উদ্ভূত সংকটকালে রপ্তানিমুখী শিল্পখাতের সঙ্গে জড়িত শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বাড়িমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

মঙ্গলবার (৩১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত সংকটের কারণে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে।

ফলে এ খাতে সংশ্লিষ্ট শ্রমিকরা সমস্যায় পড়েছেন। এ অবস্থায় শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে তাদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাড়িমালিকদের প্রতি অনুরোধ করছি।

‘আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণ করতে পারবেন এবং আগামীতে রপ্তানিখাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি। ’

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। বর্তমানে ওই রোগ সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এ মহামারীর মুখে বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষ বর্তমানে লকডাউন অবস্থায় আছে। এ মহামারীতে এখন পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ।  

এ ভাইরাস বাংলাদেশেও আঘাত এনেছে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত করা হয়। এরপর থেকে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দেশে মোট ৫১ জন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে, মারা গেছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ জন।  

সার্বিক পরিস্থিতিতে বর্তমানে স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সব ধরনের সভা-সমাবেশ, জনসমাগমও নিষিদ্ধ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
জিসিজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।