ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুলিয়ারচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
কুলিয়ারচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুরের পানিতে ডুবে জবা রাণী মালাকা (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাজরা-মাছিমপুর এলাকার গোলাপ মিয়ার বাড়ির সামনের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত জবা রাণী উপজেলার জগৎচর গ্রামের বিমল চন্দ্র মালাকার মেয়ে ও বাজরা-মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে নানার বাড়িতে বেড়াতে যায় জবা রাণী। মঙ্গলবার দুপুরে জবা রাণী ও তার সঙ্গীয় চিত্রা রাণী পুকুরে গোসল করতে নামে। সাতার জানা না থাকায় পুকুরে হাবুডুবু করতে থাকে তারা। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পুকুর থেকে শিশু দু’টিকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জবা রাণীকে মৃত ঘোষণা করেন। অপর আহত শিশু চিত্রা রাণী ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।