ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নিতে চান কাউন্সিলর খোরশেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নিতে চান কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে কেউ মারা গেলে তার দাফন অথবা সৎকারের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

প্রশাসনের অনুমতি ও উপকরণ সহযোগিতা পাওয়া সাপেক্ষে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক, মেয়র, জেলা পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জন বরাবর লিখিত আবেদন করেছেন তিনি।

কাউন্সিলর খোরশেদ বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পন্থা অনুযায়ী মৃত ব্যক্তির দাফন বা সৎকার করতে আমি ও আমার স্বেচ্ছাসেবীরা প্রস্তুত রয়েছি। নারায়ণগঞ্জে এমন পরিস্থিতি সৃষ্টি হলে আমরা দাফন বা সৎকারের দায়িত্ব পালন করতে চাই।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।