ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুলিস্তান-পলাশীর ভিক্ষুকদের খাদ্যসামগ্রী দিল মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
গুলিস্তান-পলাশীর ভিক্ষুকদের খাদ্যসামগ্রী দিল মন্ত্রণালয়

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ছুটির মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় রাজধানীর গুলিস্তান ও পলাশী এলাকার ভিক্ষুকদের ২শ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজসেবা অধিদফতর এবং ঢাকা জেলাপ্রশাসনের যৌথ উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।  

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলম জানান, প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, অর্ধকেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল ও ১টি করে সাবান দেওয়া হয়।

ত্রাণসামগ্রী বিতরণ করেন ডাকা সমাজসেবা কার্যালয়ের ডিডি রোকনুল হক, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনসহ অন্য কর্মকর্তারা।  
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।