ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) সংকটের সময়ে অসাধু ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করে তার জন্য বাজার তদারকির আয়োজন করছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার সদর উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন হাট বাজার ও দোকানে ন্যায্য মূল্যে পণ্যপ্রাপ্তির লক্ষ্যে বিভিন্ন হাট-বাজারে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।  

অনেক মানুষের আয় কম এবং অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে উক্ত অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল-আমিন ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে বিক্রয় করার জন্য অনুরোধ জানান।

একইসঙ্গে ক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্য পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ভাউচার সংগ্রহ করার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা দেন তিনি।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল-আমিন।
 
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
বিবিবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।