ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় দূরপাল্লার যানবাহনে জীবাণুনাশক ছিটানো শুরু পুলিশের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
বগুড়ায় দূরপাল্লার যানবাহনে জীবাণুনাশক ছিটানো শুরু পুলিশের বগুড়ায় মহাসড়কে দূরপাল্লার ট্রাকসহ অন্য যানবাহনে জীবাণুনাশক ছিটাচ্ছে পুলিশ। ছবি: বাংলানিউজ

বগুড়া: করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে বগুড়ায় মহাসড়কে দূরপাল্লার ট্রাকসহ অন্য যানবাহনে জীবাণুনাশক ছিটানো শুরু করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে শহরের মাটিডালি বিমান মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা।

পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে মহাসড়কে দূরপাল্লার যানবাহনে জেলা পুলিশের জীবাণুনাশক এ কর্মসূচি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যহত থাকবে।

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেলে শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা থেকে পুলিশের জল কামান দিয়ে রাস্তায় ও পাড়া মহল্লায় জীবাণুনাশক ছিটানো কর্মসূচি শুরু করা হয়েছে। জেলার ১২ উপজেলাতে জেলা পুলিশের জীবাণুনাশক ছিটানো কর্মসূচি চলমান রয়েছে।

মহাসড়কে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল, সদর থানার এস, এম বদিউজ্জামান।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।