ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুকসুদপুরে আগুনে পুড়লো ১২ ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
মুকসুদপুরে আগুনে পুড়লো ১২ ঘর

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে আগুন লেগে ছয়টি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে গেছে। এতে অনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের দিকে উপজেলার গোপীনাথপুর গ্রামের মালোপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বাংলানিউজকে জানান, দুপুরের দিকে মালোপাড়ায় একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাট হয়। মুহূর্তেই ছয়টি পরিবারের ১২টি বসতঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। তবে এর আগে ওই ১২ ঘর পুড়ে যায়।  

তিনি আরও জানান, ঘনবসতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে এবং আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।  

এদিকে খবর পেয়ে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট আতিয়ার রহমান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তারও আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।