ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
শৈলকুপায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নারীর মৃত্যু পোড়া ঘরে একাংশ। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাকইল গ্রামে একটি বাড়িতে আগুন লেগে টুকটুকি (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন আরও দুইজন। তারা হলেন-মৃত টুকটুকির মা শিউলী বেগম (৫৫) ও মৃত নারীর স্বামী স্বপন জোয়াদ্দার (৩০) নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আহত স্বপন জোয়াদ্দার জানান, তার স্ত্রী টুকটুকি ও শাশুড়ি শিউলী বেগম রান্না করছিলেন। এ সময় অসাবধানবশত আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়ি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নেভায়।   এ সময় আমার স্ত্রী পুড়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুড়ে যায় পাঁচটি বাড়ি ঘর।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিলীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণেই এ অগ্নিকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০/আপডেট: ১৫৪৬ ঘণ্টা
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।