ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে হোম কোয়ারেন্টিনে আরও ৩৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
সিলেটে হোম কোয়ারেন্টিনে আরও ৩৫ জন

সিলেট: সিলেটে নতুন করে আরও ৩৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখন পর্যন্ত বিভাগটিতে হোম কোয়ারেন্টিনে আছেন এক হাজার ৪৯১ জন। এরমধ্যে সিলেটে ৬০৫, সুনামগঞ্জে ২৪১, হবিগঞ্জে ৪১৭ এবং মৌলভীবাজারে ২২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ১০ জনকে নতুন করে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ১০ মার্চ থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৪৩ জন।

এছাড়া সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতাল আইসোলেশনে ৩ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত ২ ফেব্রুয়ারি থেকে সিলেট বিভাগে ২৬ হাজার ৯৪৮ জন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ তামাবিল স্থলবন্দরসহ বিভাগের ৫টি শুল্ক স্টেশন দিয়ে দেশে আসেন। সোমবার ঢাকা হয়ে এসেছেন আরও ৭ জন।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad