ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা ছাড়লেন ২৬৯ মার্কিন নাগরিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
ঢাকা ছাড়লেন ২৬৯ মার্কিন নাগরিক

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬৯ জন নাগরিক সোমবার (৩০ মার্চ) ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিমান চলাচল বন্ধ থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের এসব নাগরিকরা আটকা পড়েছিলেন। সোমবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে ঢাকা ছেড়েছেন তারা।

বিমানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পথে রওনা দিয়েছে। ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ সরকার ও ঢাকার মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনায় এসব নাগরিকরা ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।