ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা সন্দেহে রাজশাহী আইডি হাসপাতালের আইসোলেশনে কিশোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
করোনা সন্দেহে রাজশাহী আইডি হাসপাতালের আইসোলেশনে কিশোর

রাজশাহী: করোনা আক্রান্ত সন্দেহে রাজশাহী সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক কিশোরকে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও করোনা চিকিৎসা সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. আজিজুল হক আযাদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে তিনি করোনা চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেন।

ডা. আজিজুল হক আযাদ বলেন, রোববার (২৯ মার্চ)  দিনগত রাত ১২টার দিকে ওই কিশোরকে আইডি হাসপাতালে ভর্তি করা হয়। তার বয়স ১৭ বছর। ওই কিশোরের বাড়ি রাজশাহী পবা উপজেলায়।

তিনি আরও বলেন, ওই যুবকের সর্দি ও শুকনো কাশি আছে। তবে এখনও আমরা নিশ্চিত নই যে, তার করোনাই হয়েছে। এজন্য তাকে আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিদেশ বা ঢাকা থেকে আসা কারও সংস্পর্শে যাওয়ার কোনো ইতিহাস পাওয়া যায়নি তার। তবে তাকে পরীক্ষা করতে চাই। ১ এপ্রিল রাজশাহীতে করোনা পরীক্ষার ল্যাব চালু হলে ওই কিশোরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেও জানান ডা. আযাদ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।