ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
পঞ্চগড়ে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা

পঞ্চগড়: রংপুর অঞ্চলের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে চিকিৎসা সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ২৯ বীর এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা গোলাম রব্বানী প্রমুখ।

 

দিনব্যাপী ক্যাম্পে সামাজিক দূরত্ব বজায় রেখে অসুস্থ সুবিধাবঞ্চিত নারী-পুরুষের ব্যবস্থাপত্র, বিনামূল্যে ওষুধ, মাস্ক ও খাদ্যসামগ্রী দেওয়া হয়। এ সময় মাইকে করোনা নিয়ে জনসচেতনতা সৃষ্টির প্রচারণাও চালানো হয়।

মেজর জেনারেল নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দরিদ্র মানুষের হাতে ত্রাণ পৌঁছানোর দায়িত্ব এখনো সেনাবাহিনী নেয়নি। সেনাবাহিনী যখন মনে করবে তখন এ কার্যক্রম হাতে নেবে। তবে এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আপনাদের আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের পাশে আছি।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।