ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গজারিয়ায় শিশুর মৃত্যুতে করোনা আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
গজারিয়ায় শিশুর মৃত্যুতে করোনা আতঙ্ক

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে সোহরাব হোসেন (১২) নামে এক শিশু মৃত্যু হয়েছে।

এদিকে সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করলেও 
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে স্থানীয়দের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে।  

সোহরাব উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

 

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তাসলিমা আক্তার জানান, রোববার (২৯ মার্চ) দিনগত রাত ৩টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে নিয়ে আসা হলে দেখা যায় তার ঘাড় শক্ত হয়ে গেছে। তার জ্বর রয়েছে, ঘাড় বেঁকে যাচ্ছিল এবং খিচুনির সঙ্গে বমিও হচ্ছিল। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয়।  

এরপর আইইডিসিআর-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা লক্ষণ শুনে করোনা ভাইরাসে নয় মেনিনজাইটসে তার মৃত্যু হতে পারে বলে জানায়।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।