ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাপনের সহায়তায় সুরক্ষাসামগ্রী পেলেন কিশোরগঞ্জ সিভিল সার্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
পাপনের সহায়তায় সুরক্ষাসামগ্রী পেলেন কিশোরগঞ্জ সিভিল সার্জন

কিশোরগঞ্জ:  কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের আর্থিক সহায়তায় ক্রয়কৃত একশ পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও আনুসাঙ্গিক সুরক্ষাসামগ্রী পেয়েছেন জেলা সিভিল সার্জন। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব সুরক্ষা সামগ্রী সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের হাতে তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।  

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে একশটি পিপিই, ২ হাজার ১০টি ফেস মাস্ক, ২শটি গ্লাভস ও ২৫টি গগলস।

 

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগীয় অন্যান্য কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।