সোমবার ( ৩০ মার্চ ) দুপুরে উপজেলার বেজোড়া মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।
হাকিম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত চান মুন্সির ছেলে ও ছাদিকুল একই গ্রামের কপিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সরাইগাছি মোড় থেকে চার্জার ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন তারা। এসময় সরাইগাছি-আড্ডা রোডের বেজোড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভটভটি চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আরএ