ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

পোরশায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, মার্চ ৩০, ২০২০
পোরশায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

নওগাঁ: নওগাঁর পোরশায় চার্জার ভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আব্দুল হাকিম (৫০) ছাদিকুল (৪০) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার্জর চালকসহ আরও ২ জন আহত হয়েছেন।

সোমবার ( ৩০ মার্চ ) দুপুরে উপজেলার বেজোড়া মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

হাকিম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত চান মুন্সির ছেলে ও ছাদিকুল একই গ্রামের কপিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে সরাইগাছি মোড় থেকে চার্জার ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন তারা। এসময় সরাইগাছি-আড্ডা রোডের বেজোড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভটভটি চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ