ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অ্যালকোহল পানে প্রাণ গেলো মাদকাসক্তের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
অ্যালকোহল পানে প্রাণ গেলো মাদকাসক্তের

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় অ্যালকোহল পানে সাবদুল (৪০) নামে এক মাদকাসক্তের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, গত তিনদিন আগে সাবদুল মাদক এক ব্যবসায়ীর কাছে থেকে অ্যালকোহল কিনে এনে বাড়িতে বসেই তা পান করেন।

এরপর থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন। রোববার বিকেলের দিকে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। শেষে সোমবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে বলেও জানান ওসি শাহাদত হোসেন।

এদিকে, হাট রামচন্দ্রপুরে এর আগেও অ্যালকোহল পান করে একসঙ্গে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। কিন্তু এখনও বন্ধ হয়নি সেই অ্যালকোহল বিক্রি। ফলে অ্যালকোহল পান করে মাঝেমধ্যেই প্রাণহানি ঘটছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।