ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার অন্নদানগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন- হামিদুল ইসলাম দুখু (৩৪) ও নুরুন্নাহার বেগম (২৫) সুমি (২১) ও মোস্তাফিজুর রহমান (৪২)।

পুলিশ জানায়, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক দুখু ও যাত্রী নুরুন্নাহারের মৃত্যু হয়। আহত বাকি চার যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুমি ও মোস্তাফিজুর। বাকি আহত দু’জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।