ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: জয়পুরহাটে এমপি দুদুর অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
করোনা: জয়পুরহাটে এমপি দুদুর অনুদান

জয়পুরহাট: জয়পুরহাটে করোনা পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু হাসপাতালে নগদ অর্থ ও বিভিন্ন মহল্লায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছেন।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এ অনুদান দেন তিনি।

রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অনুদান হিসেবে এমপি সামছুল আলম নগদ দুই লাখ টাকা, সাবান ও মাস্ক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলের হাতে তুলে দেন।

এ সময় জেলা সিভিল সার্জন সেলিম মিয়া, জয়পরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পরে তিনি জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন মহল্লায় সাবান ও মাস্ক বিতরণের পাশাপাশি জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে মানুষকে সচেতন করেন। এ সময় সমাজের বিত্তবানদের কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এমপি সামছুল আলম দুদু।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ