ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধ আইসোলেশনে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধ আইসোলেশনে 

নবাবগঞ্জ (ঢাকা): করোনা আক্রান্ত সন্দেহে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধকে (৮৫) আইসোলেশনে রাখা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রোববার রাতে সন্দেহভাজন ওই রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

পরীক্ষার পর নিশ্চিত হতে পারবো তিনি আক্রান্ত কিনা।

বৃদ্ধের ছেলে বাংলানিউজকে জানান, তারা বাবা একজন মুদি ব্যবসায়ী। তবে দীর্ঘদিন ধরে তার ফুসফুসে ইনফেকশন রয়েছে। চিকিৎসা চলছিলো। কয়েকদিন আগে তার ঠাণ্ডা ও জ্বর দেখা দেয় তাই সন্দেহ হলে আইসোলেশন বিভাগে এনে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।