ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসহায়দের পাশে দাঁড়িয়েছে কমলনগর থানা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
অসহায়দের পাশে দাঁড়িয়েছে কমলনগর থানা পুলিশ অসহায়দের পাশে দাঁড়িয়েছে কমলনগর থানা পুলিশ। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: করোনা ভাইরাস প্রতিরোধে অসহায়-দিনমজুর ও কর্মহীন ২০ পরিবারকে বাড়িতে থাকা নিশ্চিত করতে খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে কমলনগর থানা প্রাঙ্গণে এসব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল ও ৫০০ গ্রাম তেল।

খাদ্যসামগ্রী বিতরণকালে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার, ওসি-তদন্ত মাখন লাল রায়সহ থানার উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শকরা (এএসআই) উপস্থিত ছিলেন।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে কমলনগর থানা পুলিশ সচেতনতামূলক ব্যাপক প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি কমলনগর উপজেলার হাটে-বাজারে মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এদিকে বিদেশফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে নিরাপদ দূরত্বে রাখতে বিশেষ ভূমিকা রাখছে।

কমলনগর থানার ওসি নুরুল আবছার বাংলানিউজকে বলেন, আমরা ব্যক্তিগতভাবে ২০টি পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। যার যার অবস্থান থেকে অসহায় ও কর্মহীনদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে আমাদের এ প্রচেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।