ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: সংসদ সদস্যদের জনগণের পাশে থাকার আহ্বান চিফ হুইপের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
করোনা: সংসদ সদস্যদের জনগণের পাশে থাকার আহ্বান চিফ হুইপের

ঢাকা: দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক সংসদ সদস্যকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান চিফ হুইপ।

নূর-ই-আলম চৌধুরী বলেন, উন্নত দেশগুলোতে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং সে সব দেশ তা মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তাদের তুলনায় বাংলাদেশ একটি গরীব দেশ।

সঙ্গত কারণেই এখানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিতে পারে। ফলে এ ভাইরাস ছড়ানোর আগেই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।  

বার্তায় চিফ হুইপ বলেন, চীনের পর ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চৌত্রিশ হাজার মানুষ মারা গেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে, যদিও ১ লাখ ৫১ হাজার ৮২৪ জন সুস্থ হয়েছেন।

সরকার করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করছে উল্লেখ করে নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, ইতোমধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ বেশ সচেতন হয়েছে। এক্ষেত্রে প্রত্যেক সংসদ সদস্য জনগণের পাশে থেকে করোনা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।  
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসকে/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।