ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে এক শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল জানান, পূর্ব শত্রুতার জের ধরে সকালে ইউপি সদস্য ইব্রাহিমের লোক শেখ ফরিদকে প্রতিপক্ষ তাজি মাদবরের লোক রাধানগর বাজারে কুপিয়ে আহত করেন। খবর পেয়ে ইব্রাহিমের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বের হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নাদিয়া ১০ নামে একটি শিশু টেটাবিদ্ধসহ ১০ জন আহত হন।  

আহতদের মধ্যে শেখ ফরিদ ও নাদিয়াকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত হারুজ আলী, আক্তার, মিলন, রাকিব, মান্নান ও আলমগীরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।   আহত বাকি  দু ‘জনের নাম জানা যায়নি।  টেটাবিদ্ধ নাদিয়া তাজি মাদবরের লোক বলে জানা গেছে। সে ওই গ্রামের জোহর আলীর মেয়ে।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।