ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

মাগুরায় এক কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, মার্চ ৩০, ২০২০
মাগুরায় এক কেজি গাঁজাসহ আটক ২

মাগুরা: মাগুরা সদর মীরপাড়া এলাকা থেকে এক কেজি গাঁজাসহ লাবু মোল্লা (৩৫) ও নান্নু মোল্লা (৩২) নামে দুই মাদককারবারিকে আটক  করেছে সদর থানা পুলিশ। 

সোমবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল।

আটকরা মাগুরা সদরের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা।

জয়নাল আবেদিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সদরের মীরপাড়া ব্র্যাক অফিসের পাশে একটি মুদি দোকানের সামনে থেকে মাদককারবারি লাবু মোল্লা ও নান্নু মোল্লাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন।  

এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।