ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: একই পরিবারের সেই ৫ জনকে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
করোনা: একই পরিবারের সেই ৫ জনকে ফেরত

রংপুর: নমুনা সংগ্রহ শেষে ঠাকুরগাঁও থেকে করোনা উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া এক পরিবারের পাঁচ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে আইসোলেশন সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হবে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় তাদের ঠাকুরগাঁওয়ে ফেরত পাঠানো হয়।  

রমেক হাসপাতালের পরিচালক ফরিদ উদ্দীন বিষয়টি বাংলানি‍উজকে নিশ্চিত করেন।

 

এর আগে শনিবার (২৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে তাদের রমেক হাসপাতালে ভর্তি করা হয়।  

রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার বাংলানি‍উজকে জানান, নমুনা সংগ্রহের জন্য একই পরিবারের ওই পাঁচ জনকে রংপুরে আনা হয়েছিল। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি দল তাদের নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে তারা করোনা ভাইরাসে আক্রান্ত কি-না? 

সিভিল সার্জন আরও জানান, ওই পাঁচ জনকে ঠাকুরগাঁওয়ে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। সন্ধ্যায় ঠাকুরগাঁও থেকে আসা সরকারি একটি অ্যাম্বুলেন্সে তাদের নিয়ে যাওয়া হয়েছে। তাদের জ্বর-কাশি থাকলেও শ্বাস কষ্ট নেই এবং তারা সবাই ভালো আছেন।

** করোনা সন্দেহে একই পরিবারের ৫ জন হাসপাতালে

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad