ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুরের চিকিৎসকদের পিপিই দিলেন কৃষিমন্ত্রী-মেয়র 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
মধুপুরের চিকিৎসকদের পিপিই দিলেন কৃষিমন্ত্রী-মেয়র 

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার লক্ষ্যে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সহায়তা দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও মেয়র মাসুদ পারভেজ।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ডা. রুবিনা ইয়াসমিনের হাতে কৃষিমন্ত্রীর দেওয়া নগদ ১ লাখ টাকা ও পৌর পরিষদের পক্ষে পিপিই তুলে দেন মেয়র মাসুদ পারভেজ।

মেয়র মাসুদ পারভেজ জানান, বর্তমান বিশ্ব আতঙ্ক করোনা ভাইরাসের ভয়ে চিকিৎসকরা স্বাভাবিক চিকিৎসাসেবা দিতে নিরাপদ বোধ করছেন না।

স্বাভাবিক চিকিৎসাসেবা ও করোনা ভয় এড়িয়ে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে চিকিৎসকদের নিরাপত্তা জরুরি। তাদের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপির পক্ষ থেকে পিপিই কেনার জন্য ১ লাখ টাকা ও পৌরসভার পক্ষ থেকে পিপিই দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।