ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত ৮৫ শয্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
পটুয়াখালীতে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত ৮৫ শয্যা

পটুয়াখালী: পটুয়াখালীতে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের ৮৫টি শয্যা পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে।

প্রতিটি ইউনিটের জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও অন্যান্য চিকিৎসা সারঞ্জামসহ প্রস্তুত রয়েছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

 

শহরের পরিবার পরিকল্পনা ভবনে ৫০টি, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঁচটি ও ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যা করে মোট ৮৫ শয্যা প্রস্তুত করা হয়েছে।

তবে এখন পর্যন্ত পটুয়াখালী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। সর্বশেষ দুই জন সন্দেহভাজন মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে।

এদিকে রিপোর্ট না আসা পর্যন্ত ওই দুই ব্যক্তির বসতবাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।

হোম কোয়ারেন্টিনে থাকা নাগরিকদের এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad