ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ছিন্নমূল বেদেদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
বাগেরহাটে ছিন্নমূল বেদেদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট: বাগেরহাটের ছিন্নমূল বেদেদের মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন। 

রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড়ে অবস্থান নেওয়া ৪৭টি পরিবারের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।  

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল, লবণ ও পেঁয়াজ এবং হাত ধোয়ার জন্য একটি করে সাবান বিতরণ করা হয়। সংকটের সময় এসব নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি ছিন্নমূল বেদেরা।
 
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।