ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে করোনার লক্ষণ নিয়ে রোগীর পলায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
কিশোরগঞ্জে করোনার লক্ষণ নিয়ে রোগীর পলায়ন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে করোনার লক্ষণ নিয়ে চিকিৎসা করাতে এসে কামাল নামে এক রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। 

রোববার (২৯ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।  

এর আগে ওই রোগী হাসপাতালের আউটডোরে টিকিট কেটে চিকিৎসকের কাছে যান।

পরে পরীক্ষা-নিরীক্ষার আগেই পালিয়ে যান তিনি (রোগী)।  

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, হাসপাতালের আউটডোরে টিকিট কেটে চিকিৎসা করাতে যান রোগীটি। তিনি করোনার লক্ষণ অর্থাৎ সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত ছিলেন। চিকিৎসক তাকে প্যাথলজিক্যাল পরীক্ষার কথা বললে পরীক্ষা না করেই তিনি পালিয়ে যান।  

হাসপাতালে তিনি তার নাম কামাল (৬০) এবং ঠিকানা হোসেনপুর উল্লেখ করেন বলেও জানান সিভিল সার্জন।
 
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।