ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুমেক হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
খুমেক হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) আইসোলেশনে থাকা যক্ষ্মা রোগী সুলতান শেখ (৭০) মারা গেছেন।

রোববার (২৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে তিনি মারা যান। মৃত সুলতান শেখ লড়াইলের কা‌লিয়া উপজেলার পুরু‌লিয়ার গফুর শেখের ছেলে।

খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, সুলতানকে শনিবার (২৮ মার্চ) দুপুরে খুমেক হাসপাতালের ক‌রোনা আই‌সো‌লেশ‌নে ভ‌র্তি করা হ‌য়ে‌ছি‌লো।

খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পয়েন্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বাংলানিউজকে বলেন, সুলতান করোনা ইউনিটে ভর্তি ছিলেন। তবে তিনি যক্ষ্মা রোগী। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে তার নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।