ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনার লক্ষণ নিয়ে রাণীনগরে তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
করোনার লক্ষণ নিয়ে রাণীনগরে তরুণের মৃত্যু

নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলার অংকারদীঘি গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা ফেরত আল আমীন নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আল আমীন উপজেলার অংকারদীঘি গ্রামের বাসিন্দা।

আল আমীন ঢাকার একটি গার্মেন্টেসে কাজ করতেন।

স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন আল আমীন। কিন্তু তার জ্বর ও শ্বাস কষ্টে আছে শুনে স্থানীয় লোকজন তাকে গ্রামে ঢুকতে বাধা দেয়। পরে তার পরিবারের লোকজন তাকে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে গেলে চিকিৎসক তাকে রাজশাহীতে পাঠিয়ে দেয়। গত রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নওগাঁ সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. মুমিনুল হক জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়। কারণ তাকে আইসিউতে নেওয়া প্রয়োজন ছিল। তবে তিনি করোনায় আক্রান্ত কী না সে বিষয়টি নিশ্চিত নয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।